জামালপুরে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুরে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ.জামালপুর: বিএনপির সরকার পতনের ১ দফা দাবিতে বিএনপির ডাকা ৯ম ধাপে অবরোধের  দিতীয় দিনে জামালপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর বিএনপির নেতাকর্মীরা  । 
আজ সোমবার ৪ ডিসেম্বর সকালে বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে জামালপুর শহর বিএনপির উদ্যোগে চন্দ্রা কাজির আখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিন করে জামালপুর-দেওয়ানগঞ্জ ঢাকা মহাসড়কে সমাবেশ করে।
এসময় শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব গাউসুল আজম শাহীন, এনামুল হক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ, লিটনসহ বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।
অবরোধের কারণে জেলার সকল দুর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।