জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালন স্থগিতই থাকবে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা বহাল রেখেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন।
প্রথম নিউজ,ঢাকা:জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা বহাল রেখেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন। এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন স্থগিতই থাকবে বলে জানান আইনজীবীরা। জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মানবজমিনকে তিনি বলেন, আদালত আমাদের আপিল নামঞ্জুর করেছেন। এ আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।
গত ১৪ই ডিসেম্বর আপিল বিভাগ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দেন। একইসঙ্গে জিএম কাদেরের বিরুদ্ধে চলমান মামলাটি আগামী ৯ই জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: