জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যর্থ: জিএম কাদের
বুধবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
প্রথম নিউজ অনলাইন: ‘সবার জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ক্রমান্বয়ে চলছে’, বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। বুধবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, ‘একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এই অগ্নিকাণ্ডে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে। এ বছরে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কী কারণে ঘটেছে এবং সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা কেউ জানে না।’