জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বরখাস্ত রাশিয়া, ভোট দেয়নি বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ দেশের মধ্যে ভোট পড়ে ৯৩টি

 জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বরখাস্ত রাশিয়া, ভোট দেয়নি বাংলাদেশ
জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বরখাস্ত রাশিয়া-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) নিউ ইয়র্কে আয়োজিত সাধারণ অধিবেশনে ভোটে রাশিয়াকে বরখাস্ত করে জাতিসংঘ। খবর: বিবিসির।

ইউক্রেনে রুশ বাহিনীর দ্বারা যুদ্ধাপরাধের অভিযোগে জাতিসংঘে এই ভোট হয়।

যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ দেশের মধ্যে ভোট পড়ে ৯৩টি। বিপক্ষে ভোট দেয় ২৪টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ। সদস্য দেশগুলোর দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়াকে বরখাস্ত করা হয়।

তবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত, মিশর, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। আর পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউভুক্ত দেশগুলো, যুক্তরাজ্য এবং ইউক্রেন নিজে। আর বিপক্ষে ভোট দেয় চীন, সিরিয়া এবং বেলারুশসহ অন্যরা।

এদিকে ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিসিয়া বুচা শহরে কথিত বেসামরিক হত্যার বিষয়টি উত্থাপন করে রাশিয়াকে গুরুতর অন্যায়ের দায়ে অভিযুক্ত করেন।

তবে এই ভোট আয়োজনের নিন্দা করেন রাশিয়ার নিজস্ব প্রতিনিধি গেন্নাদি কুজমিন। এসময় সিরিয়া ও উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন জানায়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom