জাতীয় পার্টিতে ঐক্য বজায় রাখার আহ্বান রওশনের
প্রথম নিউজ, ঢাকা : জাতীয় পার্টিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
সোমবার (২২ জানুয়ারি) তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে রওশন বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যেসব নেতাকর্মী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, তাদের দল থেকে বহিষ্কার বা অব্যাহতি প্রদান অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তথাকথিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের ভঙ্গুর অজুহাত তুলে দলের নিবেদিতপ্রাণ কর্মী ও সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা
অত্যন্ত দুঃখজনক।
অনতিবিলম্বে অব্যাহতিপ্রাপ্ত ও বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে এনে নিজ নিজ পদে বহালের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেই মুহূর্তে সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে নির্বাচনে বিপর্যয় এড়িয়ে দলকে শক্তিশালী করা প্রয়োজন, সেই মুহূর্তে নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের দল থেকে বের করে দিয়ে দলকে ন্যাপ মোজাফ্ফর, ন্যাপ ভাসানী ও মুসলীম লীগে রূপান্তরের সামিল। তাই অনতিবিলম্বে দলকে ঐক্যবদ্ধ করার সব প্রয়াস গ্রহণের জন্য পার্টির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।