শাহবাগে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

 শাহবাগে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর শাহবাগ থানার পলাশীর মোড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দুইটায় মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী হাসান জাগো নিউজকে জানান, পলাশী মোর এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতে পরিচয় আমরা এখনো জানতে পারিনি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।