জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এ সরকারের পদত্যাগ জরুরি : বুলু
জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা করেন।
প্রথম নিউজ, ঢাকা: পাতানো নির্বাচনের চেষ্টা করলে ক্ষমতাসীনরা মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আমেরিকার সাথে টক্কর দিতে যেয়ে ইরাক, ইরান, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস হয়েছে। এ জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এ সরকারের পদত্যাগ জরুরি।
তিনি বলেন, আমেরিকা শুধু শক্তিশালী রাষ্ট্রই নয়। আমরা আমেরিকা থেকে তিন হাজার কোটি টাকার মালামাল আমদানি করি, পক্ষান্তরে তৈরি পোষাক, চামড়াসহ রপ্তানি করি সোয়া লক্ষ কোটি টাকা। এ ক্ষেত্রে যদি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে আমরা অর্থনৈতিক বাজার হারাবো। ধ্বংসের মুখে পড়বে দেশের অর্থনীতি।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডা. জুবাইদার রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।
বুলু বলেন, মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশি রাষ্ট্রদূতদের সাম্প্রতিক বক্তব্যে বার বার এটি স্পষ্ট হয়েছে যে দেশে গণতন্ত্র নেই।
তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল কায়েম করা হয়েছিল। পরে জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে পূর্নবাসন করেছেন। এরজন্য জিয়াউর রহমানের প্রতি তাদের কৃতজ্ঞতা থাকা উচিত। কিন্তু তারা জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্রে লিপ্ত আছেন।
বুলু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমাতে সরকারের নির্দেশে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া দুর্নীতির মামলার রায় ক্ষমতাসীনদের প্রতিহিংসার প্রতিফলন।
তিনি আরও বলেন, আজকের চলমান আন্দোলন নসাৎ করার অনেক ষড়যন্ত্র চলছে। লাভ নেই। এ আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে গেছে। আর জনতার আন্দোলন কখনও ব্যর্থ হয় না। আর যে আন্দোলন তারুণ্যের অহংকার তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন সে আন্দোলন এখন সফলতার দ্বারপ্রান্তে।
আব্দুস সালাম তার বক্তব্যে ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই জাতির জন্য 'বিষফোড়া'। এরা পুরো জাতিকে অতিষ্ঠ করে তুলেছে। গুম খুন করে জনতার আন্দোলনকে স্তব্ধ করতে চায়। কিন্তু এবার জনগণ সমুচিত জবাব দিবে। তিনি বলেন, এ সরকার মহা দূর্নীতিতে জড়িত। এরা এদেশ থেকে ১৪ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এ টাকা পাচারের বিচার জনগণ একদিন করবে।
আয়োজক সংগঠনের সভাপতি আনম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম) এর সভাপতিত্বে কৃষক দল নেতা আব্দুল্লাহ নাইমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের রহমতুল্লাহ, মাওলানা শাহ নেছারুল হক, ডিইউজে'র সহ সভাপতি রাশেদুল হক, মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, কৃষক দলের জাহাঙ্গীর আলম প্রমুখ।