জাকের-মিরাজের ব্যাটে লড়াইয়ে ফিরছে বাংলাদেশ 

জাকের-মিরাজের ব্যাটে লড়াইয়ে ফিরছে বাংলাদেশ 

প্রথম নিউজ, ডেস্ক : সকালটা ছিল রীতিমত দুঃস্বপ্নের। ৭ ওভারেই নেই টাইগারদের ৩ উইকেট। স্কোরবোর্ডে ১২ রান তুলতেই ফিরেছেন মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম আর লিটন দাস। সেখান থেকেই অবশ্য বাংলাদেশকে কিছুটা আশার আলো দেখালেন মেহেদি হাসান মিরাজ আর জাকের আলী অনিক। 

দুজনের জুটি ৮৯ রানের। সেই জুটির সুবাদে বাংলাদেশ লাঞ্চের আগে পেরিয়েছে ২০০। দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছে ১ রানে। লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের স্কোর ৬ উইকেট হারিয়ে ২০১ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমেই বিপদে বাংলাদেশ দল। দিনের শুরুতে আগের দিনে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয় নামেন ব্যাটিংয়ে। তবে শুরুতে উইকেটের পেছনে কাগিজো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন জয়।

পরে রাবাদার ইনসুইংয়ে বলে বোকা বনে বোল্ড হন মুশফিকুর। টেস্টের প্রথম ইনিংসেও মুশফিক অবশ্য এভাবেই বোল্ড হয়েছিলেন।মুশফিক ৩৩ রানে থামেন এর আগে ৪০ রানে বিদায় নেন জয়। মিরপুরে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় এই মুহূর্তে ব্যাট করছেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। টাইগারদের সামনে এখন উঁকি দিতে শুরু করে ইনিংস ব্যবধানে হারের লজ্জা।