ছিনতাইয়ের কবলে এসবি কর্মকর্তা, রিমান্ডে চার আসামি
ছিনতাইয়ের কবলে পড়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
প্রথম নিউজ, ঢাকা : ছিনতাইয়ের কবলে পড়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- আকতার হোসেন, সোহেল, আবির হোসেন রাসেল ও মো. রনি।
মঙ্গলবার (১৬ মে) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন কাদের। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১২মে ভোর রাতে ডিউটিতে যাওয়ার সময় পল্টন থানাধীন রাজারবাগ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের মোড়ে পৌঁছা মাত্র ওই পুলিশ কর্মকর্তার রিকশায় ধাক্কা দেয় একটি হলুদ ও নীল রঙের পিক আপ ভ্যান। ভ্যান থেকে অজ্ঞাতনামা দুইজন এসে বাদীকে গলায় ছুঁড়ি ধরে ভয়ভীতি দেখিয়ে সোনার চেইন, হাতে থাকা মোবাইল ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ফ্রন্ট ডেস্কে কর্মরত নার্গিস আক্তার বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।