ছাদ থেকে পড়ে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের কাজ করার সময় একতলা ভবনের ছাদ থেকে পড়ে নাম মো. বসিরুল আলম (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের কাজ করার সময় একতলা ভবনের ছাদ থেকে পড়ে নাম মো. বসিরুল আলম (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখানের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বসিরুলের সহকর্মী তানজিদ খান জানান, সিরাজদিখানের বালুচরে ইলেকট্রিকের কাজ করতে যাই আমরা। মই বেয়ে একতলা মার্কেটের ছাদে লাইট লাগাতে গিয়ে নিচে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বসিরুল পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী থানার ছৈলাবুনিয়া গ্রামের মো. সুলতানের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।