একে একে চলে গেলেন ৭ জনই

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে

একে একে চলে গেলেন ৭ জনই

প্রথম নিউজ,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ সাতজনের মধ্যে সবাই মারা গেলেন।

বুধবার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোপটা এলাকায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের স্টিল মিলে বয়লার বিস্ফোরণে সাতজন দগ্ধ হন।

দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসার পরপরই শংকর (৪০) নামে একজন শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াছ (৩৫)।  এরপর শুক্রবার সকালে নিয়ন (২০) ও দুপুরে মারা যান আলমগীর হোসেন (৩০)। পরে শুক্রবার রাত ১১টার দিকে গোলাম রাব্বী (৩৫) এবং শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জুয়েল (৩৫) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যু হলো ইব্রাহিমের।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। 

তিনি বলেন, রূপগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় সাতজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম হাওলাদার নামে আরও এক যুবক মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায়।