ছাত্রলীগের প্রটোকলে বাসভবনে পৌঁছালেন রাবি ভিসি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ অবস্থা থেকে ভিসিকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা
প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ অবস্থা থেকে ভিসিকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। রোববার (১২ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে তারা ভিসিকে উদ্ধার করেন।
উদ্ধারের সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে তাঁর বাসভবনে প্রবেশে বাধা প্রদান করে। এসময় উপাচার্যের বাসভবনের সামনের গেটে শিক্ষার্থীরা অবস্থান নেন। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে সরিয়ে উপাচার্যকে তাঁর বাসভবনে প্রবেশ করান।
এর আগে, দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভিসি স্যারকে নিয়ে বিনোদপুর গেলে যদি কারো কিছু হয় সেই দায়ভার আপনারা কি নিতে পারবেন? এমন কথা বলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের কথা শুনতে অস্বীকার করেন।
তবে ছাত্রলীগের এহেন কর্মকাণ্ডে অসন্তুষ্ট বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন, উপাচার্যকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে আন্দোলন থামায় দিলো ছাত্রলীগ। আমাদের মাঝেই দুইটা গ্রুপ হয়ে গেল! আমাদের দাবিগুলোর তোয়াক্কা না করেই ছাত্রলীগ প্রটোকল দিয়ে উপাচার্যকে বাসভবনে পৌঁছে দিলো। তার মানে তিন শতাধিক শিক্ষার্থীর রক্ত বৃথা হলো হয়তো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: