ছাত্রদলনেতা তুহিন ও ইমরানকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দিন : রিজভী
এখনও স্বীকার করছে না রাষ্ট্রীয় কোন সংস্থা বা তাদেরকে এখনও আদালতে হস্তান্তর করেনি।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে আজ সোমবার বিকেলে আইনশৃঙ্খলাবাহিনী পরিচয়ে ও গত রাত দেড়টায় বরগুনা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ ইমরান হোসেনকে সিআইডি পরিচয়ে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । একদিন পেরিয়ে গেলেও এখনও স্বীকার করছে না রাষ্ট্রীয় কোন সংস্থা বা তাদেরকে এখনও আদালতে হস্তান্তর করেনি। তিনি বলেন, তাদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
রিজভী আরও বলেন গুম খুন বিচারবহির্ভূত হত্যা করে সরকার দেশটাকে বধ্যভুমি বানিয়েও ক্ষান্ত হচ্ছে না। দেশি বিদেশি মানবধিকার সংস্থার চাপে কিছুটা পিছু হটলেও আবারও শুরু করেছে গুমের মতো ভয়াবহ অপরাধ। সরকার দেশ চালাতে চরম ব্যর্থ হয়ে বিরোধী দলেল আন্দোলন দমাতে আজ ছাত্রদল নেতা গোলাম মোস্তফা তুহিনকে খুলনা থেকে ও গত রাত ১টায় ছাত্রদল নেতা ইমরান হোসেনকে তার গ্রামের বাড়ি বরগুনার সদর উপজেলার কেওড়াবনিয়া ইউনিয়েনের লতাকাটা গ্রাম থেকে তুলে নিয়ে গেছে। এখনও স্বীকার করছে না আইনশৃঙ্খলা বাহিনী।তিনি বলেন ভয় দেখিয়ে গ্রেফতার নির্যাতন করে, গুম করে সরকারের পতন ঠেকানো যাবে না। তিনি অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: