ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ
সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে।
আজ সোমবার বেলা পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই অভিযোগ করেছেন।
শ্যামল বলেন, আমরা প্রেসক্লাবের সমাবেশ শেষ করে স্লোগান সহকারে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে কাকরাইল ইসলামিক সেন্ট্রাল হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, মাজেদুর রহমান রুমন, সাজিদ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান, শাহ নেওয়াজ, রাজু আহমেদ তবিবুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: