চাষাঢ়ায় গুলিবিদ্ধ রেস্তোরাঁ ব্যবস্থাপক মারা গেছেন

রোববার দিবাগত রাত সাড়ে ৯টায় বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে বাড়ির একাংশের বাড়িওয়ালা আজহার তালুকদার (৬৫) তার লাইসেন্স করা পিস্তল ও শটগান দিয়ে তাকে গুলি করেন।  

চাষাঢ়ায় গুলিবিদ্ধ রেস্তোরাঁ ব্যবস্থাপক মারা গেছেন
চাষাঢ়ায় গুলিবিদ্ধ রেস্তোরাঁ ব্যবস্থাপক মারা গেছেন

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় গুলিতে আহত ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর ব্যবস্থাপক শফিউর রহমান কাজল (৩৫) মারা গেছেন। সোমবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পেটে ও পেছনে গুলি লেগেছিল। রোববার দিবাগত রাত সাড়ে ৯টায় বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে বাড়ির একাংশের বাড়িওয়ালা আজহার তালুকদার (৬৫) তার লাইসেন্স করা পিস্তল ও শটগান দিয়ে তাকে গুলি করেন।  

চাষাড়ার আংগুরা প্লাজায় অবস্থিত সুলতান ভাই কাচ্চির মালিক শুক্কুর আলি বলেন, এ ভবনের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তিনি বাড়ির জহিরুল তালুকদারের ভাড়াটিয়া। বাড়ির একাংশের মালিক আজহার তালুকদার এসে তার কাছে বকেয়া ইউটিলিটি বিল বাবদ ১০ লাখ টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে আজহার তালুকদার বাসা থেকে তার লাইসেন্স করা পিস্তল ও শটগান নিয়ে এসে গুলি করলে কাজল গুলিবিদ্ধ হন। ঘটনার পরপর পুলিশ আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে গ্রেপ্তার করে। তাদের পিস্তল ও শটগান জব্দ করে।

নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘কাজলের আত্মীয়রা মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছে। রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রোববার রাতেই শুক্কুর আলি বাদী হয়ে মামলা করেন। যে মামলায় আজহার ও তার ছেলে আরিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।