চলে গেলেন ‘ব্যাটম্যান’ খ্যাত কণ্ঠ তারকা কেভিন

পৃথিবীর মায়া ছেড়ে অনন্তলোকে যাত্রা করেছেন ‘ব্যাটম্যান; খ্যাত কণ্ঠ তারকা কেভিন কনরয়

চলে গেলেন ‘ব্যাটম্যান’ খ্যাত কণ্ঠ তারকা কেভিন
চলে গেলেন ‘ব্যাটম্যান’ খ্যাত কণ্ঠ তারকা কেভিন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : পৃথিবীর মায়া ছেড়ে অনন্তলোকে যাত্রা করেছেন ‘ব্যাটম্যান; খ্যাত কণ্ঠ তারকা কেভিন কনরয়। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ১০ নভেম্বর নিউইয়র্কে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। দ্য গার্ডিয়ানের প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে।

কেভিন কনরয় ছিলেন মূলত পর্দার অন্তরালের মানুষ। ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’-এর নেপথ্যে কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছিলেন। ফলে পর্দার বাইরে থেকে তিনি হয়ে ওঠেন তারকা।

‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’ ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রচারিত হয়। টেলিভিশন সিরিজের ৪০০ পর্ব ছাড়াও ১৫টি চলচ্চিত্রে ব্যাটম্যান চরিত্রে কণ্ঠ দিয়েছেন কেভিন কনরয়।

উল্লেখ্য, কেভিন কনরয় ১৯৫৫ সালের ৩০ নভেম্বর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। আশির দশকে টেলিভিশনে কাজ করার উদ্দেশে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে এসে কেভিন মঞ্চে কাজ আরম্ভ করেন। এপরপর টেলিভিশনে তার যাত্রা শুরু হয়। টেলিভিশনে কাজ করে তিনি রাতারাতি খ্যাতি লাভ করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom