চারতলা ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

চারতলা ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর আজিমপুর এতিমখানা স্টাফ কোয়ার্টারের চারতলা ভবন থেকে পড়ে মোছা. খাইরুন বেগম (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালের দিকে এই ঘটনা ঘটে।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা আরেক শ্রমিক মিলন জানান, সকালের দিকে এতিমখানা স্টাফ কোয়ার্টারের চারতলা ভবনে সংস্কারের কাজের মালামাল ধোয়ার সময় উপর থেকে নিচে পড়ে যান খাইরুন বেগম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে।তিনি আরও জানান, নিহত খাইরুন বেগমের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।