চ্যানেল আইতে ঈদে ৭ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার

চ্যানেল আইতে ঈদে ৭ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার
চ্যানেল আইতে ঈদে ৭ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার

প্রথম নিউজ, ডেস্ক : প্রতিবারের মতো এবারো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র। চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে। এরমধ্যে ঈদের দিন থাকছে ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নুরুল আলম আতিক। অভিনয়ে শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা, শাহজাহান সম্রাট, জোবায়েদ, দীপক সুমন, আশীষ খন্দকার প্রমুখ। ঈদের ২য় দিন রয়েছে চলচ্চিত্র ‘ন’ ডরাই’।
পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ, সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড প্রমুখ। ঈদের ৩য় দিন রয়েছে ছবি ‘গণ্ডি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মোস্তাফা, শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ প্রমুখ। ৪র্থ দিন প্রচার হবে ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসূন রহমান, অভিনয়ে ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আরশ খান, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা প্রমুখ। ৫ম দিনের চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী,  চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, শিমুল খান, অঞ্জলি সাথী প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন  ছবি ‘চন্দ্রাবতী কথা’। পরিচালনায় এন রাশেদ চৌধুরী। অভিনয়ে দিলরুবা দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।  ৭ম দিন  চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। কাহিনী ও চিত্রনাট্য. মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom