চাঁদপুরে ডাকাতির সরঞ্জামসহ ৩ যুবক আটক
চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতির সরঞ্জামাদিসহ তিন যুবককে আটক করেছে কোস্টগার্ড।
প্রথম নিউজ, চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতির সরঞ্জামাদিসহ তিন যুবককে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২৪ জুন) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
আটকরা হলেন- মো. আরিফ হোসেন (২৩), সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন (১৯)। তারা সবাই মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের বাসিন্দা।
লে. কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ানের অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে একটি দুইনলা বন্দুক, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করা হয়।
তিনি জানান, আটকদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।