আওয়ামী লীগ নেতার ব্যানার টানাতে গিয়ে যুবক নিহত

আওয়ামী লীগ নেতার ব্যানার টানাতে গিয়ে যুবক নিহত

প্রথম ‍ নিউজ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ব্যানার টানাতে গিয়ে ট্রাকচাপায় মো. সাদি মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৩ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


মো. সাদি মিয়া শহরের হারোকান্দি মহল্লার মুন্নু মিয়ার ছেলে। তিনি ফরিদপুরে শাহ ফরিদ পরিবহনের চেকার ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন যুবক জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ব্যানার লাগাচ্ছিলেন। এসময় ধাওয়াপাড়া থেকে বেপরোয়া গতিতে আসা বালুবাহী একটি ট্রাক (কুষ্টিয়া-১১-২৫১০৪) ডিভাইডারে উঠে তাদের চাপা দিলে ঘটনাস্থলে সাদি নিহত হন। বাকি দুজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক জাগো নিউজকে বলেন, বিষয়টি জানতে পারিনি। তবে ট্রাকচালক ঘুমিয়ে পড়ে একটি দুর্ঘটনার খবর শুনেছি। নিহতের খবর আপনার মাধ্যমেই জানতে পারলাম। বিষয়টি দুঃখজনক।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি ছিল না। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।