চট্টগ্রামে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, দুজনকে খালাস

 চট্টগ্রামে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, দুজনকে খালাস

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বন্দর থানায় দায়ের হওয়া একটি মামলায় মো. নাসির উদ্দীন ওরফে রফিক নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলায় দুজনকে খালাস দেন আদালত।

সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাদ মাস্টারহাট আলী মিয়ার বাড়ির আবু আহম্মদ ওরফে রাজা মিয়ার ছেলে মো.নাসির উদ্দীন প্রকাশ রফিক। এছাড়া খালাসপ্রাপ্তরা হলেন- খোরশেদ আলম ও মামুন।

আদালত সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০০০ সালের ১৩ অক্টোবর নগরের বন্দর থানার নয়ার হাট নেভী হল রোডে আবু বক্কর বাচ্চু নামে এক ব্যক্তিকে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটির তদন্ত শেষে ২০০১ সালের ১০মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম বলেন, মামলাটির বিচারিক প্রক্রিয়ায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সবমিলিয়ে একজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুজনকে খালাস দেওয়া হয়েছে।