চট্টগ্রাম এলএ শাখার সার্ভেয়ার সেলিম কারাগারে
সোমবার আত্মসমর্পণ করে জামিন চাইলে চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রথম নিউজ, চট্টগ্রাম: সদুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার মো. সেলিমকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম আদালত। সোমবার আত্মসমর্পণ করে জামিন চাইলে চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতে দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু।
দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বর মামলায় নগরীর ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সের ‘আনুকা’ নামে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন অফিসের এলএ শাখার চেইনম্যান মো. নজরুল ইসলামকে গ্রেফতার করে দুদক। ওই সময় তসলিমের ব্যবসাপ্রতিষ্ঠানের তার ড্রয়ারে তল্লাশি চালিয়ে প্রায় ৮ লাখ টাকা ও ৯১ লাখ ৮৩ হাজার টাকার অধিগ্রহণ সংক্রান্ত অগ্রিম ঘুসের চেক উদ্ধার করা হয়।
একই জায়গা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহায়ক মোহাম্মদ তসলিম উদ্দীনকে ঘুসের ৫৭ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। পরের দিন ২০১৯ সালের ৮ নভেম্বর তাদের বিরুদ্ধে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন ওই সময়ের সহকারী পরিচালক রতন কুমার দাশ।
মামলায় গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র দেয় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক আতিকুল আলম। অভিযোগপত্রে নজরুল ইসলাম এবং তসলিম উদ্দিন বাদেও ইউসিবিএল ব্যাংক মুরাদপুর শাখার সাবেক অপারেশন ম্যানেজার মো. ইব্রাহিম মিয়া, নগরীর উত্তর কাট্টলী মুকিম তালুকদার বাড়ির মো. নাছির আহমেদ এবং এল এ শাখার সার্ভেয়ার মো. সেলিমকে আসামি করা হয়।
সোমবার আত্মসমর্পণ করে আদালতে জামিন চাইতে গেলে সার্ভেয়ার মো. সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পিপি বলেন, দুদকের দেওয়া চার্জশিট গত ২৮ সেপ্টেম্বর আদালত আমলে গ্রহণ করে পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।