চিকিৎসার জন্য লন্ডন গেলেন তাসকিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন এই গতি তারকা। লন্ডনে যাওয়ার আগে সমর্থকদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘আপনাদের প্রার্থনায় রাখুন।’

চিকিৎসার জন্য লন্ডন গেলেন তাসকিন
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: দীর্ঘদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে চিকিৎসার জন্য আজ (শুক্রবার) লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।

আজ শুক্রবার সকালে দেশ ছাড়েন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন এই গতি তারকা। লন্ডনে যাওয়ার আগে সমর্থকদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘আপনাদের প্রার্থনায় রাখুন। লন্ডনে তাসকিনের জন্য আগে থেকেই অপেক্ষা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তার তত্বাবধানে সেখানকার অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সারবেন তাসকিন।

কাঁধের চিকিৎসার কারণে গত দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরেন তাসকিন। একই কারণে খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি তাকসিনকে। বর্তমান অবস্থা বিবেচনায় দ্বিতীয় ও শেষ ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom