ঘুম থেকে ডেকে তুলে উঠানেই যুবককে গুলি করে হত্যা
প্রথম নিউজ, কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার ভাদালিয়া এলাকার দরবেশপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার এ ঘটনা ঘটে। নিহত রাজু দরবেশপুর গ্রামের মুন্তা মণ্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহত রাজুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজু বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ি ঘেরাও করে রাজুকে তার ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে বাড়ির উঠানেই তার বুকে গুলি করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। পরিবারের লোকজন রাজুকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলছিল। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে। রাজু মামুন গ্রুপের সমর্থক ছিলেন।
ওসি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।