গাড়ি চালানোর ওপর এমা ওয়াটসনের ছয় মাসের নিষেধাজ্ঞা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগে হ্যারি পটার খ্যাত তারকা এমা ওয়াটসনকে গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ৩৫ বছর বয়সী ওই অভিনেত্রীকে গত বছর ৩১ জুলাই অক্সফোর্ডে ঘণ্টায় ৩৮ মাইল বেগে গাড়ি চালাতে দেখা যায়। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, বুধবার এ বিষয়ে শুনানিতে তিনি আদালতে উপস্থিত ছিলেন না ওই অভিনেত্রী। ছয় মাসের নিষেধাজ্ঞার সঙ্গে তাকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। কাকতালীয়ভাবে একই ঘটনায় একই আদালতে ওয়াটসনের পর তার সাবেক হ্যারিপর্টার কো স্টার জো ওয়ানামেকারকেও জরিমানা করা হয়। তার বিরুদ্ধে ঘণ্টায় ৪৬ মাইল বেগে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, এর আগে ওই দুই অভিনেত্রীর লাইসেন্সে ৯ টি পেনাল্টি পয়েন্ট ছিলো। অর্থ্যাৎ এর আগে তিনি নয়বার তিনি ট্রাফিক লঙ্ঘন করেছেন। বুধবার ডিস্ট্রিক্ট জাজ অরভিন্দ শার্মা আরও ৩ পয়েন্ট অনুমোদন দেয়। ফলে বৃটেনের আইন অনুযায়ী গাড়ি চালানোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞার আওতায় আসেন এমা ওয়াটসন। ওয়াটসনের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা অবশ্য কোনো মন্তব্য করেননি।