গুলশানে ১২তলা ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
ভবনের নয়তলার রেলিং থেকে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর গুলশান এলাকার একটি ১২তলা ভবনের নয়তলার রেলিং থেকে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে গুলশান-২, ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ছাত্রী উত্তরার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের বাবার নাম রেজওয়ান সেলিম। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। নিহত ছাত্রী পরিবারের সঙ্গে ওই ভবনে থাকতো।
আজ শনিবার (১৩ নভেম্বর) গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শিল্পী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে গুলশান-২ এর ৪১ নম্বর রোডের ৪৮ নম্বর বাসার সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করি।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ আজ সকালের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমরা এলাকার লোকজনের মুখে শুনেছি, ওই ভবনের নয়তলার রেলিং থেকে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: