প্রথম নিউজ, সাভার : অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করার দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।শুক্রবার (৮ সেপ্টেম্বর)বিকালে সাভারের উলাইল বাস স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী অক্টোবরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা, ১০% ইনক্রিমেন্ট, বেসিক ৬৫% ও ৭ টি গ্রেড থেকে কমিয়ে ৫ টি গ্রেড ঘোষণা করতে হবে। সরকারি হিসেবেই মূল্যস্ফিতি বছরে ১৫% আর ডলারের বাড়তি মূল্যে নিত্যপণ্যের মূল্যের দাম দ্বিগুনেরও বেশি বেড়েছে। গ্যাস-বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম বৃদ্ধি সবকিছু মিলিয়ে শ্রমজীবি মানুষ আজ দিশেহারা। অথচ ৫ বছর অতিবাহিত হলেও মজুরি বোর্ড এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষনা করছেনা।
হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দরা বলেন, আগামী অক্টোবরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা ঘোষনা করা না হলে সারা দেশের সকল শ্রমিকদের নিয়ে এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তখন সকল দায়ভার সরকারের উপর গিয়েই বর্তাবে। তাই আমরা এখনও আহ্বান করছি অবিলম্বে শ্রমিকের সকল দাবিদাওয়া মেনে নিন। নয়তো সারাদেশ অচল হয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কবির খান মনির, সহ-সভাপতি রিপন খান, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।