গেম ইজ ওভার: আমির খসরু

রোববার চট্টগ্রাম নগরীর নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। 

গেম ইজ ওভার: আমির খসরু

প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গেম ইজ ওভার। খেলা শেষ। দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তারা আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা এ দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়। রোববার চট্টগ্রাম নগরীর নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। 

আমির খসরু বলেন, বিদেশিরা আসছে ভোট চোরদের আস্তানা ভেঙে দিতে। আওয়ামী লীগের অনেকে নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে বলছেন- বিদেশিরা এটা বলেনি, ওটা বলেনি। বিদেশিরা ১৮-২০ ঘণ্টার জার্নি করে কেন এসেছে সেটা বুঝতে হবে। তারা এসেছে নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে। মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের ভোটাধিকার প্রয়োগ দেখতে। বিদেশি মন্ত্রী এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলেন তখন তো আত্মহত্যা করা দরকার। 

তিনি আরও বলেন, শুধু বিদেশিদের সমর্থনের ওপর রাজনীতি নির্ভর করে না। বিদেশিদের সমর্থন সাধারণ মানুষকে উজ্জীবিত করে কিন্তু মূল দায়িত্ব নিতে হবে বিএনপিকে। আর তা হলো রাজপথের ফয়সালা।