গণতন্ত্র মঞ্চের ঢাকা-রংপুর পদযাত্রা ৪ জুন
আজ রোববার (২৮ মে) দুপুরে রাজধানীর মালিবাগ থেকে পদযাত্রা কর্মসূচি শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এ ঘোষণা দেন মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
প্রথম নিউজ, ঢাকা: অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ। আগামী ৪ জুন ঢাকা থেকে শুরু হয়ে ৭ জুন পর্যন্ত রংপুর গিয়ে শেষ হবে এই রোডমার্চ।
আজ রোববার (২৮ মে) দুপুরে রাজধানীর মালিবাগ থেকে পদযাত্রা কর্মসূচি শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এ ঘোষণা দেন মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, সরকার পরিবর্তনের পাশাপাশি আমরা শাসন ব্যবস্থা সংস্কারের জন্য ১৪ দফা ঘোষণা করেছি। এই ১৪ দফা দাবিতে আগামী ৪ থেকে ৭ জুন পর্যন্ত ঢাকা থেকে রংপুর রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ। ঢাকার প্রেসক্লাব থেকে শুরু হয়ে ১২টি জেলা ঘুরে রংপুরে গিয়ে এই রোডমার্চ শেষ হবে।
মালিবাগ মোড় থেকে শুরু হয়ে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা বাড্ডা গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়নকারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।