গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে কভার্ডভ্যান চাপায় আহত শ্রমিককে কারখানা পক্ষ চিকিৎসার ব্যবস্থা না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। বেলা আড়াইটা পর্যন্ত মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। আহত শ্রমিক জুয়েল (২২) আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড অপারেটর পদে কাজ করত।
কারখানার শ্রমিক রাতুল, ইসমাইল ও সজিব জানায়, বুধবার দুপুরে কারখানায় শ্রমিকদের খাবারের বিরতি হয়। এ সময় কারখানার শ্রমিক জুয়েল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি কভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। জুয়েল আহতাবস্থায় মহাসড়কের ওপর পড়ে ছিল। এ সময় অন্যান্য শ্রমিকরা কারখানার কর্তৃপক্ষের কাছে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। কর্তৃপক্ষ কর্ণপাত না করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তবে আহত শ্রমিকদের সর্বশেষ শারিরিক অবস্থা কেউ জানাতে পারেনি।
এ বিষয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
অবরোধের বিষয়ে আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেডের কোনো কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: