গাজীপুরে বিএনপির কালো পতাকা মিছিল

মিছিলটি গতকাল বিকাল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্রে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে। 

গাজীপুরে বিএনপির কালো পতাকা মিছিল

প্রথম নিউজ, গাজীপুর: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপি শনিবার বিকালে বিশাল কালো পতাকা মিছিল করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠনের এক দফা দাবি বাস্তবায়নের জন্য দলটি এ কর্মসূচি পালন করেছে। মিছিলটি গতকাল বিকাল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্রে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিলের আগে রাজবাড়ী দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটো, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, ডাক্তার মাজহারুল আলম, মহানগর বিএনপির নেতা মীর হালিমুজ্জামান ননি, আফজাল হোসেন কায়সার, ডক্টর শহীদউজ্জামান, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, জিএস সুরুজ আহমেদ প্রমুখ।