গাজীপুর জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম নিউজ গাজীপুর: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা বিএনপির সহসভাপতি ইজাদুর রহমান মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন শহীদ জিয়া শুধু দেশের স্বাধীনতাই ঘোষনা দেননি তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। পরবর্তীতে তিনি একদলীয় বাকশাল থেকে দেশে বহুদলীয় গনতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজ আবার স্বৈরাচারি সরকার দেশের গনতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছে। শহীদ জিয়ার আদর্শে বলিয়ান হয়ে আমাদেরকে হারানো গনতন্ত্র পূনরুদ্ধার করতে হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাখফিরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।