খুলনায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে
প্রথম নিউজ, খুলনা : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১০ জুন) কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে ৩১টি ওয়ার্ডে চলছে প্রচারণা। ২৬ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা মাঠে নামে প্রচারণায়। যা শনিবার (১০ জুন) রাত ১২টার পর শেষ হচ্ছে। ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, কেসিসি নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৫ জন, ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৪ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি ভোট কক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা করা হচ্ছে।
কাউন্সিলর প্রার্থী সাহিদা বেগম বলেন, ‘আমি সংরক্ষিত আসন-২ এর বার বার নির্বাচিত সংরক্ষিত নারী কাউন্সিলর। নির্বাচন কমিশনের সব প্রকার আচরণবিধি মেনে প্রচার চালাচ্ছি।’
৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজা তরফদার বলেন, ‘গত ২৬ মে নির্বাচন অফিস থেকে প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমেছি। ১০ জুন মধ্যরাত থেকে সকল প্রচারণা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। সেই আলোকে এখন প্রচারের শেষ সময়। শেষ মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় প্রতিটি ভোটারদের কাছে যাচ্ছি, ভোট কামনা করছি।’
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম ও আচরণবিধি মেনে প্রচারণা চালিয়েছে। নিয়মানুসারে ১০ জুন রাত ১২টার আগ মুহূর্ত পর্যন্ত নৌকা প্রতীকের প্রচারণা চালানো হবে।’