খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ
মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, অনলাইন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র এতথ্য নিশ্চিত করেন। জানা যায়, বিএনপি মহাসচিব রাত সোয়া নয়টা পর্যন্ত ফিরোজায় অবস্থান করেন। তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।