খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাবি সাদা দলের শিক্ষকদের বিবৃতি

মঙ্গলবার (৯ জুলাই) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো.  লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটি জানানো হয়।

খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাবি সাদা দলের শিক্ষকদের বিবৃতি

প্রথম নিউজ, অনলাইন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। মঙ্গলবার (৯ জুলাই) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো.  লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটি জানানো হয়। একইসঙ্গে বিদেশে উন্নত চিকিৎসার দাবিও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির ফলে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ভর্তি হওয়ার সংবাদে আমরা গভীর উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে তাকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

এতে আরো বলা হয়, বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি এবং জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও অপচেষ্টার অংশ হিসেবেই তাকে কথিত দুর্নীতির মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে রাজনীতিতে থেকে বিযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ৭৯ বছর বয়সী প্রবীণ নারী রাজনীতিবিদ খালেদা জিয়াকে উন্নত ও সুচিকিৎসা থেকে বঞ্চিত করে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার যে তথ্য আমরা পাচ্ছি, তা খুবই উদ্বেগজনক। চিকিৎসকদের সূত্রেই আমরা জানতে পেরেছি যে, খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে অ্যাডভানস সেন্টারে নিয়ে তার চিকিৎসা প্রয়োজন।