খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬মাস বাড়িয়ে প্রজ্ঞাপন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে আরও ছয় মাস। রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬মাস বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে আরও ছয় মাস। রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বের শর্তমতে খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।গত ২৪শে মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়। ৬ই মার্চ তার পরিবারের পক্ষ থেকে সপ্তমবারের মতো মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়। বৃহস্পতিবার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।  দুটি মামলায় ১৭ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছিল। এরপর ষষ্ঠ দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।  বিএনপির দাবি মিথ্যা সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার মামলায় যথেষ্ট প্রমাণ ছিল না। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: