খ্রিস্টান ধর্মযাজকের ডাকা বিক্ষোভে গুলিতে নিহত ৭ 

খ্রিস্টান ধর্মযাজকের ডাকা বিক্ষোভে গুলিতে নিহত ৭ 

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট-অব প্রিন্সে খ্রিস্টান ধর্মযাজকের ডাকা এক বিক্ষোভে গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে। স্থানীয় মানবাধিকার সংগঠন সিএআরডিএইচ এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যম অবশ্য বলছে অন্তত ১০ জন নিহত হয়েছেন। সিএআরডিএইচের পরিচালক গিদিওন জিন বলেন, চূড়ান্ত সংখ্যা বাড়তে পারে। বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকজন অপহৃত হয়েছেন।

এক্সে (আগে টুইটার নামে পরিচিত) শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, শতাধিক লোক জমায়েত হন। তাদের অনেকের গায়ে ছিল হলুদ রঙের শার্ট। তারা কানানের দিকে যাচ্ছিলেন। তাদের হাতে ছিল লাঠিসোঁটা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অযাচাইকৃত এক ভিডিওতে দেখা যায়, লোকজন সড়কে গুলিবিদ্ধ হয়েছেন। মরদেহ পড়ে আছে।  ভিডিওতে কয়েকজনকে কথা বলতে দেখা গেছে। তাদের জিম্মি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।  

লোকেদের ভাষ্য, তারা ভেবেছিলেন, এটি হয়তো শান্তিপূর্ণ মিছিল হবে। কোনো গ্যাংকে নেওয়ার বিষয়ে তাদের ধারণা ছিল না।