কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় বন্দী এক নারী হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত কছিরন (৪৫) জামালপুর সদর থানার গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী কছিরন (৪৫)।  

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানায় হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল কছিরন। দুপুরে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কছিরনকে মৃত ঘোষণা করেন।  গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বিকেল ৩টার দিকে কছিরনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল কছিরন। সেখানে তিনি অসুস্থ থাকা অবস্থায় তাকে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ১৯ আগস্ট তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আগে থেকেই কছিরন অসুস্থ ছিলেন। ওই দিন রাতেই তিনি ফের অসুস্থ হলে তাকে পুনরায় ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গত ২৮ আগস্ট কারাগারে আনা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রামে রাখা হয়েছিল এবং আগামী ২-৩ দিন পর তাকে আবার হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে কছিরনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।