কেশবপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মঙ্গলবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, ১১ টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও জোহরের নামাজ শেষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

কেশবপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

প্রথম নিউজ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতর ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, ১১ টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও জোহরের নামাজ শেষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় দলীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। 

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দিন আলা, কুতুব উদ্দীন বিশ্বাস, রেজাউল ইসলাম, আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, যুবদল নেতা শামছুল আলম বুলবুল, আলমগীর ছিদ্দিক, মেহেদী হাসান বিশ্বাস, জাহাঙ্গীর আলম পলাশ, শাহ আলম মোড়ল, ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, মনিরুল ইসলাম, আমাদুজ্জামান আসাদ প্রমুখসহ অনেকে।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিকে, কেশবপুর থানা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের পৃথক উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।