কালো পতাকা মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

কালো পতাকা মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রথম নিউজ, ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল বের করবে বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলো। এই পতাকা মিছিলে যোগ দিতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরের পরে রাজধানীতে বিভিন্ন সময় কালো পতাকা মিছিল বের করা হবে। সেই লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে এসে জমায়েত হয়ে শুরু করেছেন নেতাকর্মীরা।

এলাকাভিত্তিক নেতাকর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে যোগ দিচ্ছেন। কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে একটি খোলা ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। এখান থেকেই পতাকা মিছিল বের করা হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দু’টি স্থানে কালো পতাকা মিছিল বের করা হবে।

বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল বের করা হবে।

রাজধানীর বাসবো এলাকা থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন বিএনপি কর্মী ইদ্রীস আলী। তিনি বলেন, যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিলে অংশ নিতেই আমাদের এলাকার নেতাদের সঙ্গে এখানে এসেছি। এসে দেখতে পাচ্ছি ইতোমধ্যে এখানে প্রচুর পরিমাণে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আমরা কিছুক্ষণের মধ্যেই কালো পতাকা মিছিলে অংশ নেব।