কুলিয়ারচরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পুড়িয়ে হত্যার চেষ্টা
গত রোববার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বরচারা খুরের পাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রথম নিউজ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে এবার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এই আগুনের ঘটনায় ওই নারীর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে বলে দাবি ভুক্তভোগীর। ওই নারীর বাবার বাড়ি কুলিয়ারচর পৌরসভা তাতারকান্দি মহল্লায়, তার পিতার নাম খোকা মিয়া। গত রোববার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বরচারা খুরের পাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ নারী সাদিয়া (২০) বলেন, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বরচারা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে আফজাল হোসেনের সঙ্গে ৬/৭ মাস পূর্বে তার বিবাহ হয়। তিনি বলেন, বিয়ের পর থেকেই তাকে বিরক্ত এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতে থাকে তার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী বাড়ির নুর ইসলামের ছেলে বায়েজিদ (২৩)। একপর্যায়ে বিরক্ত হয়ে ঘটনাটি তার শ্বশুরকে জানায়।
পরে অভিযুক্ত বায়েজিদ একদিন আমার স্বামীর বাড়ির আঙ্গিনায় এসে আমাকে কল দিতে থাকলে শ্বশুর বায়েজিদকে ধরে উত্তম-মধ্যম দেয়। এরপর থেকে সে বিভিন্নভাবে আমাকে হুমকি দিতে থাকে। সর্বশেষ গত রোববার টয়লেটে থেকে ফেরার সময়, পূর্ব থেকে ওত পেতে থাকা বায়েজিদ ও তার এক সহযোগী পেছন থেকে চেপে ধরে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ৯৯৯-এ কল পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বায়েজিদের পিতা নুর ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: