কালিগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গনতন্ত্র পুনরুদ্ধার, ১০দফা বাস্তবায়ন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রথম নিউজ গাজীপুর:গনতন্ত্র পুনরুদ্ধার, ১০দফা বাস্তবায়ন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন কবির মাস্টারের সভাপতিত্বেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন,কৃষক দলের সহসভাপতি আনম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, জেলা বিএনপি নেতা খন্দকার আজিজুর রহমান পেরা, ভিপি হেলাল উদ্দিন, আবু তাহের মুসল্লী, আক্তারুল আলম মাষ্টার, আবু বকর সিদ্দিক, রাশেদুল হক, মহিলা দলের আহবায়ক জান্নাতুল ফেরদৌসি, কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাওন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু পৌর সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান।
অনুষ্ঠানে ফজলুল হক মিলন বলেন সরকারের সীমাহীন দুঃশাসনের কারণে বর্তমানে মানুষ ইফতার মাহফিলও আয়োজন করতে পারছে না। ইফতার ও দোয়া মাহফিলে বাধা দেয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। দেশের কোন পর্যায়ের মানুষের এখন নিরাপত্তা নেই। মানুষের ভোটের অধিকার নেই, মতপ্রকাশের অধিকার নেই। এ অবস্থা থেকে অচিরেই পরিত্রান পেতে ঐক্যবদ্ধ হাওয়ার আহবান জানান তিনি। এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।