করলার কেজি ১৬০ টাকা
বাড়তি দামের কারণে অনেকে ইচ্ছা থাকার পরেও করলা কিনতে পারছেন না।
প্রথম নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলিতে কাঁচাবাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন বিভিন্ন শাক-সবজি উঠতে শুরু করেছে। তবে দাম অনেকটাই বেশি। বাজারে আসা আগাম জাতের প্রতি কেজি করলার দাম পড়ছে ১৬০ টাকা। বাড়তি দামের কারণে অনেকে ইচ্ছা থাকার পরেও করলা কিনতে পারছেন না। বিক্রেতারা বলছেন এখনও স্থানীয়ভাবে উৎপাদিত সবজি বাজারে আসেনি। এ কারণে আগামজাতের বিভিন্ন সবজির দাম খানিকটা বেশি।
ক্রেতা মিরাজুল ইসলাম বলেন, আমাদের অঞ্চলে সাধারণত এই সময়ে করলা দেখা যায় না। তবে আজ বাজারে গিয়ে করলার দেখা মিললো। দাম জিজ্ঞাসা করতেই করলা সম্পর্কে জানার আগ্রহ শেষ হয়ে গেছে। প্রতি কেজি করলার দাম চাইলো ১৬০ টাকা। এত বাড়তি দাম দিয়ে করলা কেনার কোনও ইচ্ছা নেই। চোখের দেখা দেখেই স্বাদ মিটিয়েছি।
অপর ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, বাজারে অন্যান্য সবজির মধ্যে আজ নতুন সবজি করলা দেখতে পেলাম। এ কারণে ৪০টাকা দিয়ে আড়াইশ’ গ্রাম কিনেছি। তবে দামটা আরও কমলে সবার উপকার হতো। হিলি বাজারের সবজি বিক্রেতা ইনতাজ আলী বলেন, আমাদের অঞ্চলের করলা এখনও উঠতে শুরু করেনি। আরও একমাসের মতো সময় লাগবে। এর পরে আমাদের এলাকার করলা বাজারে এলে দাম কমে আসবে। এখন বাজারে পাওয়া যাওয়া করলা নাটোর থেকে এসেছে। করলা আমাদেরই কিনতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। তাই ১৬০টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews