কেরানীগঞ্জে বেলকনি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় একটি বাসার চতুর্থ তলার বেলকনি থেকে নিচে পড়ে তাহমিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাহমিনা আক্তারের স্বামী বিল্লাল হোসেন জানান, সকালে বাসার চতুর্থ তলার বেলকনিতে যান তাহমিনা। বেলকনির সাপোর্ট গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিল্লাল হোসেন আরও জানান, কেরানীগঞ্জেই তাদের নিজের বাড়ি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।