কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, সরকার গড়তে আত্মবিশ্বাসী বিজেপি
বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম বলেছেন, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু আমরাই সরকার গড়ব।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: কর্ণাটকের ভোটের গণনায় এগিয়ে কংগ্রেস। তবুও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি। বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম বলেছেন, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু আমরাই সরকার গড়ব। কর্ণাটকে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় বিধানসভা ভোটের গণনা। এতে ১১৮ আসনে এগিয়ে আছে কংগ্রেস। অপরদিকে বিজেপি এগিয়ে আছে ৭৯ আসনে। ফলে কংগ্রেস যে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত। এর আগে, গত বুধবার বিধানসভা ভোটে মোট ৭৩.২ শতাংশ ভোট পড়ে। গত আড়াই দশক ধরেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছে কর্ণাটক। কংগ্রেস, বিজেপি ছাড়াও সেখানে বড় শক্তি ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস)।
তারা বর্তমানে ২৩টি আসনে এগিয়ে আছে। কর্ণাটক বিধানসভায় মোট আসন ২২৪টি। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলকে ১১৩ আসনে জয় পেতে হবে। সে হিসাবে কর্ণাটকের কুর্সি দখলে এগিয়ে রয়েছে কংগ্রেস। এ নিয়ে বেঙ্গালুরুতে দলীয় দফতরে ব্যাপক উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে কংগ্রেস কর্মীদের।
এদিকে ভোট গণনা শেষ হওয়ার আগেই কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন তার পুত্র ওয়াই সিদ্দারামাইয়া। তিনি বলেন, বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে আমরা সব করতে রাজি, তবে কর্ণাটকের স্বার্থে আমার বাবাকে মুখ্যমন্ত্রী করা উচিত। তবে বিজেপি নেতারা এখনও সরকার গড়ার আশা করছেন। কর্ণাটকে সরকার গড়ার ব্যাপারে বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, আজ কর্ণাটকের জন্য বড় দিন। আমার বিশ্বাস বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে।