ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬
শনিবার মুরিয়েটায় ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছেই এ ঘটনা ঘটে। ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
প্রথম নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিজনেস জেট বিমান বিধ্বস্ত হয়ে যাত্রীদের ৬ জনই নিহত হয়েছেন। শনিবার মুরিয়েটায় ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছেই এ ঘটনা ঘটে। ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। রিভারসাইড কাউন্টি শেরিফ অফিস বলেছে, ঘটনাস্থলেই যাত্রীদের মৃতদেহ পাওয়া গেছে। শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে বিমানটি লাস ভেগাসের হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এরপর তা সান ডিয়েগোর প্রায় ৬৫ মাইল উত্তরে বিধ্বস্ত হয়। বিমানটি সবজির একটি খামারের ভিতর পতিত হয়। এতে এক একরের ওই খামারের ব্যাপক ক্ষতি হয়। বিমানটিতে যেসব যাত্রী ছিলেন, তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।