কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এবং বাগুর অংশে জড়ো হন দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। প্রায় আধা ঘণ্টা ধরে তারা মহাসড়ক অবরোধ করে রাখেন।
প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতির ঘটনা জানাজানির পর কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা।
শনিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এবং বাগুর অংশে জড়ো হন দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। প্রায় আধা ঘণ্টা ধরে তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় নেতাকর্মীরা এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ঝাড়ু প্রদর্শন করে মিছিল করেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় চান্দিনা এবং বাগুর অংশে।
এ ঘটনায় এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থকরা জড়ো হওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় দুই পক্ষকে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল হাজারী, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা, যুবলীগ নেতা রুবেল, জেলা ছাত্রলীগ নেতা ইমরান আরেফিন ইমু, সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন রাকিব, বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আর এ জুয়েল প্রমুখ।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর রাতে ঢাকা পোস্টকে বলেন, মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উভয় পক্ষ সংঘর্ষে জড়ানোর চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় কেউ হতাহত হয়নি। আধা ঘণ্টার মতো মহাসড়কে যানজট থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
প্রসঙ্গত, ২৬ বছর পর আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। ওই সম্মেলনকে কেন্দ্র করে শনিবার জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় পার্লামেন্ট মেম্বারস ক্লাবে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জেলার সভাপতি ম. রুহুল আমিনসহ জেলা এবং উপজেলার প্রায় ২৬ নেতা উপস্থিত ছিলেন। সভার এক পর্যায়ে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার দাবি তোলেন এলাহাবাদ ইউনিয়ন কমিটি ঘোষণা দেওয়ার।
এ সময় সব সদস্য এক বাক্যে তা সমর্থন করলে কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাস্টার সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম সরকারকে সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসেবে আক্তারুজ্জামান স্বপনের নাম ঘোষণা করেন। ওই সময় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল কমিটি মানি না বলে ঘোষণা দেয়। পাশে বসা দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ কমিটি সুন্দর হয়েছে বললে এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যায় কুমিল্লায় এ ঘটনা ঘটে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews