কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রোববার উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রথম নিউজ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টির মধ্যে কৃষিজমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শম শব্দকর নামে এক কৃষকের। এ সময় তার সাথে থাকা গরুটিও বজ্রপাতে মারা যায়। রোববার উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত গ্রিরেন্ড শব্দকরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বলেন, বৃষ্টির মধ্যে কৃষিজমি থেকে নিজের গরু আনতে যান কৃষক শম শব্দকর। এ সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শম শব্দকর ও তার সাথে থাকা গরুটিও মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন জানান, সরকারের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগিতা করার কথা বলা হয়েছে।