কিমকে চিঠিতে কী লিখেছেন পুতিন?

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে কিম জং উনকে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

কিমকে চিঠিতে কী লিখেছেন পুতিন?
কিমকে চিঠিতে কী লিখেছেন পুতিন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে কিম জং উনকে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এতে পুতিন উল্লেখ করেন, দুদেশের স্বার্থের জন্য সম্পর্ক বাড়ানোর প্রয়োজন মনে করেন তিনি। খবর আলজাজিরার।

এদিকে কিম বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে দুদেশের বন্ধুত্ব তৈরি হয়েছিল। চিঠিতে দুদেশের মধ্যে ‘কৌশলগত সহযোগিতা, সমর্থন এবং সংহতির কথা উল্লেখ করেন কিম। তিনি বলেন, মূলত একই শত্রু দেশের বিরুদ্ধে লড়াই করছি আমরা।

সোভিয়েত ইউনিয়ন একসময় উত্তর কোরিয়ার অন্যতম মিত্র ছিল। অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং সহায়তা দিত সেসময়।

মাঝে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। তবে আবারও রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত হতে থাকে।

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নেয় উত্তর কোরিয়া। পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বীকৃতি দেয় কিম প্রশাসন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পথ তৈরি হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom