কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

প্রথম নিউজ, ফেনী : ফেনীর দাগনভূঞায় কাভার্ডভ্যানের চাপায় রিপন চন্দ্র নাথ (৫২) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের স্বপন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিপন চন্দ্র নাথ জামালপুর জেলার বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংকের দাগনভূঞা এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রিপন সকালে অফিসে যাওয়ার সময় ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের উপজেলা গেট সংলগ্ন পাকিস্তান বাজার এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটা কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি প্রাণ হারায়।

ফেনী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, কাভার্ডভ্যান চাপায় নিহত ব্যাংক কর্মকর্তার মরদেহ দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানচালক পালিয়ে গেছে।